উইন্ডোজ এক্সপির ডিফল্ট ব্লু থিমটা দেখতে দেখতে আর ভাল লাগছে না?
তাহলে আপনার জন্য এই লেখা। উইন্ডোজ এক্সপিতে সাধারনভাবে থার্ড পার্টি থিম ব্যবহার করা যায় না। কিছু কিছু সফটওয়্যার দিয়ে এই কাজটি করা যায়। কিন্তু বেশির ভাগ সফটওয়্যারই ফ্রী না। আবার অনেক সফটওয়্যার আছে বেশি পরিমানে সিস্টেম রিসোর্স দখল করে নেয় ফলে পিসি অনেক স্লো হয়ে যায়। উইন্ডোজ এক্সপিতে থিম ম্যানেজ করে uxtheme.dll ফাইলটি। আমি যে পদ্ধতির কথা বলছি এতে uxtheme.dll ফাইলকেই মডিফাই করে দেওয়া হয় ফলে এটি যে কোন থার্ড পার্টি থিম সাপোর্ট করে। এখান থেকে UXTheme-MultiPatcher টি ডাউনলোড করুন। রান করে ইনস্ট্রাকশন অনুযায়ী সেটাপ করুন(চিন্তার কিছু নেই খুবই সহজ)। পিসি রিস্টার্ট হবে।
এবার নিচের ওয়েবসাইটগুলো থেকে পছন্দমত থিম ডাউনলোড করুন।
download হয়ে গেলে file টি আনজিপ করে পুরো ফোল্ডারটি(কোন রিডমি ফাইল থাকলে তা আগে পড়ে নিন) C:\WINDOWS\Resources\Themes লোকেশনে পেস্ট করুন। এবার ডেস্কটপে রাইটমাউস ক্লিক করে properties–> appearances tab–> Windows and buttons থেকে আপনার
cullectিলি.
try it
উত্তরমুছুন