রবিবার, ৫ মার্চ, ২০২৩

বাক্যশুদ্ধি ও প্রয়োগ-অপপ্রয়োগ ।



 বাক্য শুদ্ধীকরণ টেকনিক।

 বিসিএস প্রিলি বাংলা ব্যাকরণ BCS BANGLA

বাক্যশুদ্ধি ও প্রয়োগ-অপপ্রয়োগ ।  

ইদানীংকালে,  কার্যকরী, তৎকালীন সময়, পদক্ষেপ  ,  খাটি গরুর দুধ,  জন্মবার্ষিকী , বমালসুদ্ধ, অশ্রুজল, আকন্ঠ পর্যন্ত ,সমকালীন সময় ,  ম্প্রতিককাল ,

কতৃপক্ষগণ , আশ্চর্য ,আন্তর্জাতিক ,প্রামাণ্য, ফরাসীয়, অজ্ঞানতা ,অপোগন্ড

কর্মপ্যদেশে, প্রতিঘরে ঘরে ,পূর্বাহ্ণে, বৈদেহী/ বিদেহী, ভাষাভাষী

 সপরিবার / স্বপরিবার , সঠিক ,তাপদাহ ,পুনর্মিলনী, লজ্জাস্কর বা লজ্জাজনক 

সমতুল্য, কেবলমাত্র, সমৃদ্ধশালি , লক্ষ্/ লক্ষ্য ,নিন্ম  ,উপরোক্ত।

এগুলোর ব্যাখ্যা টি জানতে ভিডিওটি দেখতে হবে

আরও  কিছু উদাহর হলো। 

বাক্যশুদ্ধি ও প্রয়োগ-অপপ্রয়োগ ।

লৈঙ্গিক শব্দের প্রয়োগজনিত ভুল অপপ্রয়োগ :

 অনাথিনী মেয়েটি গ্রামবাসীর দ্বারে দ্বারে গিয়ে সাহায্য প্রার্থনা করছে। 

প্রয়োগ : অনাথা মেয়েটি গ্রামবাসীর দ্বারে-দ্বারে গিয়ে সাহায্য প্রার্থনা করছে।

 অপপ্রয়োগ : নারীটি সিংহিনী মূর্তিতে আবির্ভূত হয়েছে। 

প্রয়োগ । নারীটি সিংহী মূর্তিতে আবির্ভূত হয়েছে। 

অপপ্রয়োগ : বুদ্ধিমান মেয়েটি অভিশ্চয় চালাক। 

প্রয়োগ : বুদ্ধিমতী মেয়েটি অতিশয় চালাক।

 সংযুক্ত বর্ণের অপপ্রয়োগ : 

অপপ্রয়োগ : আগামীকাল অপরাহ্নে তার দেখা করা কথা। 

প্রয়োগ : আগামীকাল অপরাহে তার দেখা করার কথা। 

অপপ্রয়োগ : ব্রাহ্মণরা হিন্দু সম্প্রদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 

প্রয়োগ : ব্রাহ্মণরা হিন্দু সম্প্রদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 

অপপ্রয়োগ : গ্রীস্মকালে প্রখররোদ পড়ে। 

প্রয়োগ : গ্রীষ্মকালে প্রখর রোদ পড়ে। 

■ অর্থ ও রীতির অপপ্রয়োগ :

 অপপ্রয়োগ : শবপোড়া হিন্দু ধর্মের একটি রীতি। 

প্রয়োগ : শবদাহ হিন্দু ধর্মের একটি রীতি। 

অপপ্রয়োগ : বিষয়টি আমার আয়ত্তাধীন আছে। 

প্রয়োগ : আফ্রিকার দেশগুলো গরীবদের অন্নবস্ত্র যোগান দিতে পারছে না। 

প্রয়োগ : বিষয়টি আমার আয়ত্তে আছে।

 অপপ্রয়োগ : আফ্রিকার দেশগুলো গরীবদের অনুকাপড় যোগান দিতে পারছে না। 

সন্ধি এর অপপ্রয়োগ :

অপপ্রয়োগ : অধ্যবধি বিষয়টির কোন সুরাহা হলো না। 

প্রয়োগ : অদ্যাবধি বিষয়টির কোন সুরাহা হলো না। 

অপপ্রয়োগ : সিডর আক্রান্ত এলাকার মানুষ অভাব অনাটনে দিন কাটাচ্ছে।

 প্রয়োগ : সিডর আক্রান্ত এলাকার মানুষ অভাব অনটনে দিন কাটাচ্ছে । 

অপপ্রয়োগ : প্রাতরাশে ব্যায়াম কারা স্বাস্থ্যের জন্য উপকারী।  প্রয়োগ : প্রাতঃরাশে ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য উপকারী। 

সমাস এর অপপ্রয়োগ : অপপ্রয়োগ : মাহারা বালকটি এখন খুবই অসহায়। 

প্রয়োগ : মাতৃহারা বালকটি এখন খুবই অসহায়। 

অপপ্রয়োগ : এই অর্ধরাত্রিতে এখনও তুমি জেগে আছ! 

প্রয়োগ : এই অর্ধরাত্রে এখনও তুমি জেগে আছ! 

অপপ্রয়োগ (দৈন্যতা সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয় প্রয়োগ এ দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়।

বিসিএস প্রিলিমিনারি 

প্রত্যয় এর অপপ্রয়োগ : অপপ্রয়োগ : দারিদ্র্যতাই বাংলাদেশের মূল সমস্যা। 

প্রয়োগ : দারিদ্র্যই বাংলাদেশের মূল সমস্যা। 

অপপ্রয়োগ : দুর্নীতিগ্রস্থ আমলাদের দৌরাত্মে প্রশাসন হিমশিম খাচ্ছে।

 প্রয়োগ : দুর্নীতিগ্রস্ত আমলাদের দৌরাত্ম্যে প্রশাসন হিমশিম খাচ্ছে। 

অপপ্রয়োগ : সচিব মহোদয়ের অধীনস্থ কর্মচারীরা সব সময়ে আতংকে থাকে। 

প্রয়োগ : সচিব মহোদয়ের অধীন কর্মচারীরা সব সময় আতংকে থাকে। 

ণ-ত্ব-এর অপপ্রয়োগ : 

অপপ্রয়োগ : গগণে গরজে মেঘ ঘন বরষা। 

প্রয়োগ : গগনে গরজে মেঘ ঘন বরষা। 

অপপ্রয়োগ : সুনামের বদলে ছেলেটি দুর্ণামই বেশি কুড়িয়েছে । 

প্রয়োগ : সুনামের বদলে ছেলেটি দুর্নামই বেশি কুড়িয়েছে। 

ষ-ত্ব বিধান এর অপপ্রয়োগ : 

অপপ্রয়োগ : তিরষ্কার না হয় পুরষ্কার একটা কিছু জুটবেই। 

প্রয়োগ : তিরস্কার না হয় পুরস্কার একটা কিছু জুটবেই। 

অপপ্রয়োগ : বাংলাদেশে সংস্কৃত চর্চার তীর্থক্ষেত্র 

প্রয়োগ : বাংলাদেশ সংস্কৃতি চর্চার তীর্থক্ষেত্র। 

অপপ্রয়োগ : পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিস্কার। 

প্রয়োগ : পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিষ্কার । 

ণ-ত্ব বিধান ।। ষ-ত্ব বিধান ।।

শ, ষ, স-এর অপপ্রয়োগ : অপপ্রয়োগ : তৃতীয় বিশ্বের দেশগুলো কুসাসনে জর্জরিত। প্রয়োগ : তৃতীয় বিশ্বের দেশগুলো কুশাসনে জর্জরিত। 

 বিশেষণের আধিক্যের কারণে

 অপপ্রয়োগ : অনাবশ্যকীয় বিষয়ে রাজনীতি এখন টালমাটাল। 

প্রয়োগ : অনাবশ্যক বিষয়ে রাজনীতি এখন টালমাটাল। অপপ্রয়োগ : ২০২৫ সালে বাংলাদেশ একটি উন্নতশীল দেশ হবে। 

প্রয়োগ : ২০২৫ সালে বাংলাদেশ একটি উন্নত দেশ হবে। 

বাচ্যজনিত অপপ্রয়োগ :

 অপপ্রয়োগ : আমি অপমান হয়েছি। 

প্রয়োগ : আমি অপমানিত হয়েছি। 

অপপ্রয়োগ : তার কথা শুনে আমি আশ্চর্য হলাম । 

প্রয়োগ : তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম।


 
 মো: আফতাবুজ্জামান 

 সহকারী শিক্ষক, বাংলা বিভাগ
 বেইলী স্কুল, নারায়ণগঞ্জ।