ভাষার কথা
মো: আফতাবুজ্জামান, মার্কিন

মো: আফতাবুজ্জামান

(প্রাথমিক লেবেলের জন্য)
আমরা অন্যকে নিজের মনের ইচ্ছা বুঝানোর জন্য যে পদ্ধতি অবলম্বন করি সেই পদ্ধতির নামই ভাষা। এ জন্য আমরা কণ্ঠধ্বনি (মুখের কথা) ব্যাবহার করি। যারা কথা বলে না তারা হাত, পা, চোখ, ইত্যাদি অঙ্গ-প্রত্যাঙ্গের সাহায্যে বিভিন্ন ইঙ্গিতের মাধ্যমে মনের ইচ্ছা প্রকাশ করে। এই ইঙ্গিত প্রদানের মাধ্যমও একপ্রকার ভাষা।প্রচীন কাল থেকে মানুষ বিভিন্ন ভাবে নিজেদের মনের ইচ্ছা অন্যকে বুঝাতে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে আসছে। পৃথিবীতে অনেক প্রকার ভাষা আছে। যেমন বাংলাদেশের মানুষের প্রধান ভাষা বাংলা। আবার ইংল্যান্ড এর মানুষের প্রধান ভাষা ইংলিশ, সৌদি আরবের ভাষা আরবি। বাংলাদেশ ছাড়াও ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ পৃথিবীর অনেক দেশের মানুষ বাংলা ভাষায় কথা বলে।
আমাদের বাংলা ভাষা বিকাশের ইতিহাস প্রায় ১৩০০ বছর পুরনো। বাংলা পৃথিবীর চতুর্থ বৃহৎ মাতৃভাষা। চর্যাপদ এ ভাষার প্রথম নিদর্শন। এটি একটি ধর্মীয় গান বা কবিতার বই। প্রাচীন কালে বাংলা ভাষার রূপ বা শব্দ সমূহ বর্তমানের মত ছিলো না । যুগের পর যুগ ধরে বিভিন্ন পরিবর্তনের ফলে আজকের এই রূপ। তোমরা যাদুঘরে গিয়েও এই সম্পর্কে বিশাল সংগ্রহ দেখতে পাবে।
আমরা কথা এবং লেখার মাধ্যমে সাধারণত মনের ভাব সহজেই প্রকাশ করি। কেউ সাধু ভাষায় আবার কেউ চলিত ভাষায় কথা বলে।তবে অনেকে আঞ্চলিক ভাষায়ও কথা বলে।
এই ভাষা ব্যবহারের আবার বিভিন্ন নিয়ম-কানুন রয়েছে। যে বই পড়ে আমরা এই নিয়ম-কানুন জানতে পারি সে বইকে ব্যাকরণ বলে।